advertisement
আপনি পড়ছেন

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, পণ্যের দাম বাড়লেই অনেকে সরকারের সমালোচনা করতে শুরু করেন। এটা করা যাবে না। কারণ পণ্যের দাম বাড়ার পেছনে অধিকাংশ ক্ষেত্রেই সরকারের কোনো দায় থাকে না। আমাদের মতো আমদানিনির্ভর দেশে অনেক কিছু বিবেচনা করেই পণ্যের দাম ঠিক করতে হয়।

commerce secretary tapan kanti ghoshতপন কান্তি ঘোষ

আজ বুধবার (২৯ জুন) কনজুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ক্যাবের ভার্চুয়াল প্রতিনিধি সম্মেলন ও ক্যাবের তথ্যভিত্তিক ডিজিটাল পোর্টাল ভোক্তাকণ্ঠ-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ভোক্তারা সবসময় সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো পণ্যটা চান, এই দুটো একসঙ্গে হয় না।

সরকারের সিনিয়র এই সচিব বলেন, আমরা যেহেতু অনেক পণ্য আমদানি করি, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের দরের ওপর অনেকে কিছু নির্ভর করে। বৈশ্বিক বাজারে একটা পণ্যের দাম বেশি হলে দেশে সেটা কমানো সম্ভব নয়। অনেক সময় আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমলেও সেটা যেহেতু আসতে দীর্ঘ সময়ে লেগে যায়, তাই হুট করে দাম কমানো যায় না।