ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছিলেন আবরার ফাহাদ। তার ছোট ভাই ফাইয়াজ আবরার এবার বুয়েটে চান্স পেয়েছেন। কিন্তু এ নিয়ে পরিবারের মধ্যে কোনো আনন্দ-উচ্ছ্বাস নেই। দেশের সবচেয়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হলেও ছেলেকে বুয়েটে পড়তে দিতে চান না ফাইয়াজের বাবা-মা।
মায়ের হাতে আবরার ফাহাদের ছবি, পাশে ছোট ছেলে ফাইয়াজ আবরার
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ঘটনাটি দুঃস্বপ্নের মতো এখনো তাড়িয়ে বেড়ায় পরিবারকে। আবরারের মা রোকেয়া খাতুনের ভাষ্য, বুয়েট সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হলেও আমাদের কাছে ভয় আর আতঙ্কের নাম। এই বিশ্ববিদ্যালয় আমাদের কাছে তীব্র ক্ষোভ আর ঘৃণার অপর নাম।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যে বিশ্ববিদ্যালয়ে আমার বড় ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেখানে ছোট ছেলেকে কীভাবে পড়তে পাঠাতে পারি? তাই আমরা এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারিনি। আবরার চেয়েছিল, ছোটভাই ফাইয়াজ যেন বুয়েটে পড়ে। ফাইয়াজ বড় ভাইয়ের সেই স্বপ্ন পূরণ করেছে, অথচ আবরার সেটা দেখতে পারল না!