advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার। সেইসঙ্গে তার পরিবারের আরো চার সদস্য ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।

chittagong univesity vcচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জানা যায়, তাদের দেওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট আজ শনিবার সন্ধ্যায় পাওয়া যায়। এর পরই জানা যায়, তারা কোভিড-১৯ পজিটিভ।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতারসহ তার পরিবারের পাঁচ সদস্যের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তবে বর্তমানে তাদের অবস্থা ভালো এবং তারা চট্টগ্রামের বাসায় অবস্থান করছেন।

shrin akhtar cu vcচবি ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্যের উন্নতর চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান এসএম মনিরুল হাসান।

তিনি আরো জানান, নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ভিসি ড. শিরীণ আখতার।

sheikh mujib 2020