advertisement
আপনি দেখছেন

করোনার কারণে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও (চবি)। বিশ্ববিদ্যালয়টির বন্ধ থাকা আবাসিক হলের ‘সিট দখল’ নিয়ে মারামারিতে জড়িয়েছে ছাত্রলীগের দুটি পক্ষ। গতকাল বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

university of chittagongচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফাইল ছবি

জানা গেছে, এ এফ রহমান হলের সিট দখল নিয়ে ছাত্রলীগের উপ-গ্রুপ ভিএক্স ও একাকার সমর্থকরা হাতাহাতিতে জড়ায়। এর জেরে সোহরাওয়ার্দী হলে একাকার দুই সমর্থককে মারপিট করে ভিএক্সের সমর্থকরা। ২০১৯-২০ শিক্ষার্বষের আহত ওই দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে একাকার গ্রুপের নেতা সালেহ আকরাম বাপ্পি বলেন, ভিএক্স কর্মীদের হামলায় আমাদের দুই কর্মী আহত হয়েছে। বিষয়টি জানিয়ে রোববার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয়া হবে। তবে ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, সোহরাওয়ার্দী মোড়ে জড়ো হওয়ার ঘটনা নিয়ে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা মীমাংসাও হয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের মধ্যে ‘ঝামেলা’ হওয়ার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিষয়টি সমাধান করে আহতদের লিখিত অভিযোগ দিতে বলেছে প্রক্টরিয়াল বডি।