আপনি পড়ছেন

পরিশ্রম আর অধ্যবসায় থাকলে যে পৃথিবীর যেকোনো প্রান্তে অথবা নানা প্রতিকূলতার মাঝেও সফলতা লাভ করা যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করলেন সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের কেরামত আলীর পুত্র ডাক্তার মনসুর আলী।

monsur hobigonj us

সম্প্রতি মার্কিন সেনবাহিনীতে তাকে ক্যাপ্টেন থেকে মেজর পদে পদন্নোতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে আমেরিকায় এমন অর্জন এই প্রথম।

আজ থেকে ২৩ বছর আগের কথা। ১৯৯৬ সালে বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হিসেবে আমেরিকায় পাড়ি জমান মনসুর। তার পর অধ্যবসায়ের ফলে সুযোগ পেয়েছিলেন সেদেশের সেনাবাহিনীতে।

কঠোর পরিশ্রম, দায়িত্বশীলতা আর অধ্যবসায়ের স্বাক্ষর রাখেন তিনি। তারই পুরস্কার পেলেন গত ৩ জুন। টেক্সাসের ফোর্ট হুড আর্মি বেজের ডার্নাল আর্মি মেডিকেল সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মনসুর আলীকে ক্যাপ্টেন থেকে মার্কিন সেনাবাহিনীর মেডিকেল কর্পসের মেজর হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

মেজর ডা. মনসুর আলীর সেই শপথ অনুষ্ঠানে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার পিতা কেরামত আলী, স্ত্রী ফাহমিদা আলী ও ছেলে ইব্রাহীম আলী।