আপনি পড়ছেন

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফিরে আসা ২৩ বাংলাদেশির দেহে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তারা ভারতে কোয়ারেন্টাইনে ছিলেন। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের (আইটিবিপি) একজন মুখপাত্র।

23 bangladeshi not infected in corona

তিনি বলেন, চীনের উহান থেকে কিছুদিন আগে ১১২ জনের একটি ফ্লাইট এসেছে। সেখানে ভারতীয়দের সঙ্গে ২৩ জন বাংলাদেশিও আছেন। তাদের সবাইকে নয়াদিল্লির চাওলা এলাকায় ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়। সেখানে তাদের রক্তের নমুনা সংগ্রহের পর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে পাঠানো হয়। পরীক্ষায় কারো রক্তেই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে এখনই তাদের ছাড়া হচ্ছে না। ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পর ছাড়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে করে চীনের উহান শহর থেকে ফিরে আসেন তারা। ১১২ জনের মধ্যে ২৩ জন বাংলাদেশি। ৬ জন মিয়ানমার ও মালদ্বীপের দুইজন নাগরিক ছিলেন। এছাড়া মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক আছেন একজন করে ছিলেন। বাকিরা সবাই ভারতীয়।