আপনি পড়ছেন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিদেশে অবস্থানরত কয়েকটি দেশে বাংলাদেশিরাও আক্রান্ত হয়েছেন। সৌদি আরবে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো বেশ কিছু দিন আগে। তবে এই প্রথম এক বাংলাদেশি দেশটিতে আক্রান্ত হয়েছেন।

corona infections in saudi arabya bangladeshi

দেশটির পবিত্র নগরী মক্কায় ওই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস কর্মকর্তা মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করলেও আক্রন্তের নাম ঠিকানা প্রকাশ করেননি।

উল্লেখ্য, সৌদি আরবে এ পর্যন্ত ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৩ জন সৌদি নাগরিক। এর সর্বোচ্চ মিশরের ৪৮ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বাহরাইন, আমেরিকা, লেবাননের নাগরিকও রয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ বলছে, আক্রান্তদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ৪৮ জন নারী। এ ছাড়া দুই শিশুও রয়েছে। এদের মধ্যে একজন সুস্থ হয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসটি এ পর্যন্ত বিশ্বের ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত সারা পৃথিবীতে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ১২০ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৩৭ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭৩৩ জন।