বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চীনে প্রথম শনাক্ত হলেও ভাইরাসটি এখন ১৯৫টি দেশে ছড়িয়ে পড়েছে। যেসব দেশে বেশি মৃত ও আক্রান্ত হয়েছে তার মধ্যে স্পেন অন্যতম। মৃতের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেই স্পেনেই ৩২ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্পেনে করোনাভাইরাস
দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুকাসিমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রদান করলেও তার কোনো উত্তর এখনো পাওয়া যায়নি।
দূতাবাস সূত্র বলছে, স্পেনে বাংলাদেশি বৈধ এবং অবৈধদের সংখ্যা প্রায় ৩০ হাজার।
সর্বশেষ তথ্যমতে, করোনায় স্পেনে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬৭৩ জন। মারা গেছে ২ হাজার ৬৯৬ জন।