advertisement
আপনি দেখছেন

স্পেনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতোমধ্যেই এ সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেছে। ইতালির পর সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে দেশটিতে। এবার সেখানে এক বাংলাদেশিও মারা গেছেন বলে জানা গেছে।

corona virus new

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে স্পেনের রাজধানী মাদ্রিদে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বেশ কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরে পরীক্ষা করা হলে তার শরীরে কোভিড-১৯ জীবানু ধরা পড়ে।

নিজ বাসাতেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। দীর্ঘদিন ধরে তিনি মাদ্রিদে বসবাস করছিলেন।

ইতালির পর সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে স্পেনে। সেখানে এখন পর্যন্ত ৪ হাজার ৮৯ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ১৮৮ জন।

এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪২ জন। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৭৩ জন। আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৩ হাজার ১৬৬ জন।