advertisement
আপনি দেখছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ হাই স্বপন নামের এক বাংলাদেশি ফটো সাংবাদিক মারা গেছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে নিউইয়র্কের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

journalist a high sapanফটো সাংবাদিক এ হাই স্বপন। ছবি- সংগৃহীত

এ হাই স্বপন দৈনিক মানবজমিনের ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন। তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। কিডনি প্রতিস্থাপনের জন্য শিগগিরই তার ভারত যাওয়ার কথা ছিল।

স্বপনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ভাই প্রবাসী আবদুল মতিন।

এ বিষয়ে বাংলাদেশি সাংবাদিক আব্দুর রহিম তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, স্বপনের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করা সাংবাদিকরা কিছু অর্থ সংগ্রহ করেছিলেন।

প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে এখন পর্যন্ত ২২ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।