আপনি পড়ছেন

বিশ্বের অনেক দেশেই প্রবাসী বাংলাদেশিরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে চিত্রটা ভয়াবহ বললেও কম বলা হবে। দেশটিতে এখন পর্যন্ত ৬৬৯ জন বাংলাদেশি এই মহামারিতে আক্রান্ত হয়েছেন। অথচ বাংলাদেশেও এখন পর্যন্ত করোনাভাইরাসে এতো বেশি মানুষ আক্রান্ত হয়নি।

bd workers singaporeসপ্তাহান্তে এভাবেই আড্ডা বসায় সিঙ্গাপুরে থাকা বাংলাদেশি শ্রমিকরা

সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩২ জন। অর্থাৎ দেশটির মোট আক্রান্তের চার ভাগের এক ভাগেরও বেশি বাংলাদেশি! শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৩ আক্রান্ত রোগী, যার মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ১২৫ জনই বাংলাদেশি।

কেন দেশটিতে এত বেশি বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন? সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে বসবাস করা মেরিন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল মান্নান বলেন, এমনিতেই প্রচুর বাংলাদেশি কাজ করেন সিঙ্গাপুরে, উপরন্তু তারা সবাই একসঙ্গে থাকতে চান। এজন্য তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে দ্রুত। প্রতি রোববার বাংলাদেশি শ্রমিকরা এক জায়গায় জড়ো হয়, আড্ডা দেয়, খাওয়া-দাওয়া করে। সপ্তাহান্তে এটাই তাদের কাছে বিনোদন। এ কারণে তাদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাছাড়া আমাদের দেশের শ্রমিকরা মোটেও সচেতন নয়। 

সিঙ্গাপুরে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬০ জন। বর্তমানে আক্রান্ত আছেন ১ হাজার ৯৬৪। সংকটাপন্ন আছেন ৩১ জন। মোট মৃত্যু হয়েছে ৮ জনের।