আপনি পড়ছেন

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভডি-১৯) আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ১৩৯ জন বাংলাদেশি কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন।

new york situationনিউইয়র্কে একদিনে পাঁচ বাংলাদেশির মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে মারা যাওয়া বাংলাদেশিরা হলেন- হুমায়ুনুল আহমদ, বুলবুল আহমদ, বশির আহমদ, জামাল উদ্দিন ও তাহেরা আক্তার জাহান।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত এবং মারা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ২৮ হাজারের বেশি মানুষ। শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত এবং মারা গেছেন নিউইয়র্কে। সেখানে এখন পর্যন্ত ২ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৮৪২ জন। শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮৬ জন।

নিউইয়র্কের পরে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন নিউজার্সিতে। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৮৩৪ জন। মারা গেছেন ২ হাজার ৮০৫ জন।

এর পরের অবস্থানে রয়েছে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৮৪৪ জন। এছাড়া মিশিগানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। মারা গেছেন ১ হাজার ৬০২ জন।