আপনি পড়ছেন

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশির মধ্যে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে প্রায় তিন শতাধিক প্রবাসী ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার।

cv 19 newমালদ্বীপে আক্রান্তদের ৪৭ শতাংশই প্রবাসী বাংলাদেশি

জানা গেছে, দ্বীপরাষ্ট্র মালদ্বীপে করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে ৪৭ শতাংশই প্রবাসী বাংলাদেশি। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তারা জানায়, মালদ্বীপে স্থানীয় নাগরিকদের চাইতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যার দিক দিয়ে প্রবাসী বাংলাদেশিদের হার বেশি। মোট সংক্রমণের ৪৬ দশমিক ৯৪ শতাংশই বাংলাদেশি নাগরিক।

সেখানে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ২৪৫ জন। এর মধ্যে ১১৫ জন প্রবাসী বাংলাদেশি। আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এদের মধ্যে একজন নারীও আছেন। বিপরীতে মালদ্বীপের নাগরিক ৯৪ জন।

corona virus newমালদ্বীপে আক্রান্তদের ৪৭ শতাংশই প্রবাসী বাংলাদেশি

এর আগে গত ৬ এপ্রিল দেশটিতে প্রথম ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৭ এপ্রিল সেখানে প্রথম কোনো বাংলাদেশির শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

সর্বশেষ তথ্যমতে, মালদ্বীপে এখন পর্যন্ত ২৭০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।