আপনি পড়ছেন

বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইট কম্বোডিয়া থেকে ৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনছে। দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তারা দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

phnon pehn international airportকম্বোডিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর

জানা যায়, করোনাভাইরাসের সঙ্কটের কারণে গত ৪ মাস এই ৫৭ বাংলাদেশি কম্বোডিয়ায় আটকা পড়েছিলেন। এদের মধ্যে বেশিরভাগই নির্মাণ শ্রমিক যারা শেষ কয়েক মাস কর্মহীন অবস্থায় দিন কাটিয়েছেন। এছাড়া কয়েকজন পর্যটক ও এনজিও কর্মকর্তাও রয়েছেন এই তালিকায়। বাংলাদেশ দূতাবাস তাদের ফিরিয়ে আনতে ডিএইসি-৮-৪০২ বিশেষ একটি ফ্লাইটের ব্যবস্থা করেছে।

আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

dhaka airport 10শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির সদস্য মো. ইমাম হোসেন, মো. হুমায়ুন কবির, মো. খায়রুল হাফিজ ও বিশ্বব্যাংকে কম্বোডিয়ার কর্মকর্তা ডা. জিয়া হায়দার বাংলাদেশ দূতাবাসকে এই প্রত্যাবাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন।

এই কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমূল কাওনাইন ও কাউন্সিলর নাজমুল হক।