আপনি পড়ছেন

লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।

beirut explosion 4লেবাননের রাজধানী বৈরুতে গতকাল সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে

ওই কর্মকর্তা জানান, ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি বৈরুতে অবস্থান করা বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যদের কেউ নন। এছাড়াও বিভিন্ন সূত্রে খবর আসছে যে, বিস্ফোরণে আরো কয়েকজন বাংলাদেশি প্রবাসী শ্রমিক আহত হয়েছেন। দূতাবাস এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।

এর আগে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, বৈরুতে বিস্ফোরণের ঘটনায় দেশটিতে অবস্থান করা বাংলাদেশ নৌবাহিনীর ১৯ জন সদস্য আহত হয়েছেন। পাশাপাশি বৈরুত বন্দরে অবস্থান করা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

beirut explosionলেবাননের রাজধানী বৈরুতে গতকাল সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে

তিনি জানান, আহতদের মধ্যে ৬ জনকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া বাকি ১৩ জন সামরিক সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিএনএস বিজয় নামের ওই জাহাজে বাংলাদেশ নৌবাহিনীর মোট ১১০ সদস্য ছিলো জানিয়ে আবদুল্লাহ আল মামুন আরো জানান, সন্ধ্যায় বিস্ফোরণ ঘটার সময় অনেকেই জাহাজে ছিলেন না। যার কারণে আহত কম হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৭৮ জনের প্রাণহানি হয়েছে, যা নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। পাশাপাশি আহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে বলে জানান তিনি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।