আপনি পড়ছেন

কানাডা আরো ১২ লাখ স্থায়ী অভিবাসী নেবে। তবে আগামী তিন বছরে ধাপে ধাপে এসব অভিবাসী নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো।

canada to take immigrant১২ লাখ স্থায়ী অভিবাসী নেবে কানাডা

কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে দেশটির অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ফের অর্থনীতিকে চাঙা করতে শ্রমবাজারের শূন্যতা পূরণের পরিকল্পনা নিয়েছে কানাডা সরকার। এর অংশ হিসেবেই আগামী তিন বছরে ১২ লাখ অভিবাসী নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রাজধানী অটোয়ায় গতকাল শুক্রবার দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের বলেন, পরিকল্পনার অংশ হিসেবে তাদের সরকার আগামী বছর (২০২১ সাল) ৪ লাখ ১ হাজার অভিবাসী নেবে। এ ছাড়া ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং পরের বছর ২০২৩ সালে আরো ৪ লাখ ২১ হাজার স্থায়ী অভিবাসী নেবে দেশটির সরকার।

canada immigrant minister marcoমার্কো মেনডিসিনো

মার্কো মেনডিসিনো বলেন, কানাডায় আরো কর্মক্ষম ও দক্ষ লোকের প্রয়োজন আছে। সেই ঘাটতি পূরণ করতে হলে অভিবাসন ছাড়া কোনো উপায় নেই। মহামারি শুরুর আগে সরকারের টার্গেট ছিল, অভিবাসনের মাধ্যমে অর্থনীতিকে একটি নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া। সেটা এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেজন্যই দ্রুত অভিবাসী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, করোনার মহামারির কারণে গত মার্চ মাসে অভিবাসীদের জন্য অধিকাংশ সীমানা বন্ধ করে দেয় কানাডা।

বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, গেল আগস্ট পর্যন্ত দেশটিতে ১ লাখ ২৮ হাজার ৪২৫ জন অভিবাসী প্রবেশ করেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে যা প্রায় সাড়ে ৩ লাখ কম।