বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদবাক্য ‘সংসার সুখের হয় রমণীর গুণে’। কিন্তু প্রায়ই দেখা যায়, অনেক গুণবতী রমণীর সংসার সুখের হয়না, অশান্তি লেগেই থাকে। এমনকি সংসারটাই ভেঙে যায়। কিন্তু প্রবাদবাক্য অনুযায়ী এমন তো হওয়ার কথা নয়। তাহলে কেন এমন হয়?

newly married couple

গবেষণা বলছে, সংসার সুখের হবে নাকি হবে না তা নির্ভর করে পুরুষের রোজগারের ওপর। 

১৯৭০ সাল থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার দম্পতির তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলেকজান্দ্রা কিলোওয়াল্ড। তার তথ্যের ওপর ভিত্তি করে গত ২০ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

সেখানে উল্লেখ করা হয়, একটি সংসার টিকে থাকার পেছনে স্বামী কি ধরনের চাকরি করেন এবং মাসে কত উপার্জন করেন সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পার্ট টাইম বা কম বেতনে চাকরি করা পুরুষদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা অনেক বেশি। কারণ তারা সাংসারিক স্বচ্ছলতার জন্য সবসময় দুশ্চিন্তায় ভোগেন। যার প্রভাব পড়ে তাদের বিবাহিত জীবনে। ৩০ শতাংশ সংসার ভাঙে পুরুষের অল্প রোজগার ও বেকারত্বের কারণে।

cupple picture

অন্যদিকে নারীর কর্মজীবন তার সংসারজীবনে খুব একটা প্রভাব পড়ে না। বর্তমানে অনেক নারীই ঘর ও অফিস একত্রে সামলাচ্ছেন। এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ দশমিক ৮ শতাংশে। তালিকায় শীর্ষে রয়েছে মালদ্বীপ। দেশটির ৩০ জনের মধ্যে ৩ জনের বিবাহ বিচ্ছেদ ঘটে।

শুধু সংসারজীবনেই নয়, প্রেমের সম্পর্ক টিকে থাকার ক্ষেত্রেও প্রাধান্য পায় পুরুষের উপার্জন।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, প্রেম করার ক্ষেত্রে ৭৫ শতাংশ নারীই পুরুষের কর্মজীবনকে প্রাধান্য দিয়ে থাকেন। একজন নারী প্রেম করার আগে অবশ্যই তার সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনা করে। এজন্য চাকরির ধরনকে পুরুষের যোগ্যতা হিসেবে দেখা হয়।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.