advertisement
আপনি দেখছেন

পৃথিবীতে বিরল প্রজাতির বিভিন্ন ধরনের সাপ রয়েছে। তেমনি একটি হচ্ছে রংধনু সাপ। সাপটি এতটাই বিরল যে গত ৫০ বছরের মধ্যে কেউ এটিকে দেখতে পাননি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় দেখা মিলেছে এই সাপের।

rainbow snake

মার্কিন গণমাধ্যম সিএনএন'র বরাতে জানা যায়, সম্প্রতি ফ্লোরিডার ওচালা ন্যাশনাল ফরেস্ট দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ তিনি একটি অদ্ভুত সাপ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে ছবি তোলেন।

পরে ফ্লোরিডা মিউজিয়াম কর্তৃপক্ষ সে ছবি দেখে জানায়, এটি একটি রংধনু সাপ। সর্বশেষ ১৯৬৯ সালে মারিওন কাউন্টিতে এই ধরনের সাপের দেখা মিলেছিল। এরপর গত ৫০ বছরের মধ্যে এর দেখা মেলেনি।

তারা আরো জানান, এই সাপ বিষহীন এবং মানুষের কোন ক্ষতি করে না। এরা অতিমাত্রায় জলপ্রেমী। তাই জীবনের বেশিরভাগ সময়ই এরা নিজেদের জলজ উদ্ভিদের ভেতর লুকিয়ে রাখে।

এ প্রজাতির সাপ সাধারণত লম্বায় ৩ থেকে ৬ ফুট হয়ে থাকে। তবে যে সাপটির ছবি তোলা হয়েছিল সেটি আনুমানিক ৪ ফুটের মতো।

ফ্লোরিডার ওই মিউজিয়ামের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা রংধনু সাপ দেখা গেছে।

sheikh mujib 2020