অভাব-অনটনের মধ্যেই সারাটা জীবন পার করেছেন পুষ্প রানী কর। নুন আনতে পান্তা ফুরাই এভাবেই দিন কাটছিল তার। কিন্তু হঠাৎই বদলে গেলো তার ভাগ্য। জীবনের শেষ বয়সে এসে একদিনে লাখপতি বনে গেলেন হতদরিদ্র এ বৃদ্ধা।

vola fish 2খাঁড়িতে ধরা পড়া বিশাল আকৃতির ভোলা মাছ। ছবি- সংগৃহীত

কোনো লটারি টিকেট বা গুপ্তধন পাননি ৫৫ বছর বয়সী এ বৃদ্ধা। বরং তার ছোট মাছ ধরার জালেই ধরা পড়েছে অতিকায় এক ভোলা মাছ। যার ওজন ৫২ কেজি। আর এ মাছ বিক্রি করেই রাতারাতি বড়লোক হয়ে গেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দুই ছেলেকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ২৪ পরগনার সাগরদ্বীপের চকফুলডুবি গ্রামে বাস করেন পুষ্প রানী কর। স্বামী মারা গেছেন বহু বছর আগে। তাই নদীর খাঁড়িতে জাল ফেলে ছোট মাছ ধরেই চলে তার সংসার।

vola fish 1খাঁড়িতে ধরা পড়া বিশাল আকৃতির ভোলা মাছ। ছবি- সংগৃহীত

গত রোববারও প্রতিদিনের মতো নদীর খাঁড়িতে জাল ফেলেন ওই বৃদ্ধা। নির্দিষ্ট সময় পর সেই জাল তুলতে গিয়ে অনেক ভার অনুভব করেন তিনি। বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে জালে। তাই সাহায্য করতে আশপাশের মানুষজনদের ডাক দেন তিনি। জাল তোলার পর তিনি তো বটেই অবাক হয়েছেন তাকে সাহায্য করতে আসা মানুষরাও।

দেখা যায় তারা ছোট চুনোপুঁটি ধরার জালে ধরা পড়েছে অতিকায় এক ভোলা মাছ। ওজন দেওয়ার পর দেখা যায় বিশালাকৃতির মাছটির ওজন প্রায় ৫২ কেজি। এ খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকা থেকে বহু মানুষ ছুটে আসেন ওই খাড়ির পাশে। আসেন স্থানীয় কাকদ্বীপ বাজারের আড়তদাররাও। পরে দর কষাকষির পর ৬ হাজার ২০০ রুপি কেজি দরে প্রায় ৩ লাখ ৩০ হাজার রুপিতে মাছটি কিনে নেন এক আড়তদার।

puspo rani karপুষ্প রানী কর। ছবি- সংগৃহীত

অভাব-অনটনের মধ্যে দিন কাটানো পুষ্প রানী এত বিপুল পরিমাণ অর্থ পেয়ে যেমন আনন্দিত হয়েছেন তেমনি দিশেহারাও হয়েছেন। এত অর্থ দিয়ে তিনি কি করবেন তাই বুঝে উঠতে পারছিলেন না।

স্থানীয়দের ধারণা, সাগরে কোনো জাহাজ বা নৌযানের সঙ্গে ধাক্কা লেগেই মাছটি ওই খাঁড়িতে চলে এসেছিল। কারণ এটি একটি সামুদ্রিক মাছ। খাড়িতে এটি পাওয়ার কথা নয়।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.