advertisement
আপনি দেখছেন

একটি মাছ আড়াই লাখ টাকায় বিক্রি করা হয়েছে। কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্য ঘটনা। যা ঘটেছে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটায়। সুন্দরবন এলাকার জেলেদের জালে ধরা পড়া মাছটির নাম ভোল মাছ। আন্তর্জাতিক বাজারে এই মাছের ব্যাপক চাহিদা থাকায় এর দাম বেশি।

barguna vole fishএই সেই ভোল মাছ, ছবি-সংগৃহীত

জানা গেছে, ইউসুফ মিয়া নামের এক মৎস্য ব্যবসায়ী আজ শনিবার সকালে পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাটের ছগির মিয়ার আড়ত থেকে মাছটি কিনে নেন।

ছগির মিয়া জানান, সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার শনিবার সকালে মাছটি তার আড়তে নিয়ে আসেন। এর পর সেটি খোলা ডাকের মাধ্যমে বিক্রি হয়। এ সময় সাড়ে ৪ লাখ টাকা মণ দরে মাছটি কিনে নেন ইউসুফ মিয়া। এতে মাছটির দাম পড়ে ২ লাখ সাড়ে ৪৭ হাজার টাকা।

patharghata bargunaপাথরঘাটা

এ ব্যাপারে ইউসুফ মিয়া জানান, ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে। সে কারণেই তিনি মাছটি সাড়ে ৪ লাখ টাকা মণ দরে কিনেছেন। এতে ২২ কেজি ওজনের মাছটি কিনতে তার খরচ পড়েছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলছেন, ভোল মাছ সাধারণত সচরাচর পাওয়া যায় না। আন্তর্জাতিক বাজারে মূলত এ মাছের বালিশের চাহিদা অনেক বেশি। বিদেশিরা এ মাছের বালিশ দিয়ে জুস বানিয়ে খান বলে জানা যায়।