আপনি পড়ছেন

পাকিস্তানের শরিয়া আদালতের সাবেক প্রধান বিচারপতি এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাশালী আলেম মুফতি তকি উসমানি বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে যেসব মুসলিম শাসক নিরব রয়েছেন তাদের জন্য আফসোস। সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

taqi usmani

মুফতি তকি উসমানি বলেন, পবিত্র রমজানের মতো মহিমান্বিত মাসে ইসরায়েলের সন্ত্রাসীরা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে, এমন দৃশ্য দেখে কোনো বিবেকবান মানুষ নিরব থাকতে পারে না।

তিনি বলেন, পৃথিবীর তাবৎ মানবাধিকার সংগঠনগুলো এখন চুপ হয়ে আছে। মুসলমানদের পক্ষে টু শব্দটিও করছে না। একই সঙ্গে অনেক মুসলমি শাসকও নিরব ভূমিকা পালন করছেন। যেসব মুসলিম শাসক ফিলিস্তিন ইস্যুতে নিরব ভূমিকা পালন করছেন তাদের জন্য আফসোস।

তকি উসমানি আরো বলেন, ওই সব নিরব শাসকদের স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহর আজাবও নিরব হয়ে থাকে। এখনো সময় আছে ফিলিস্তিনের অসহায় মুসলমানদের পাশে দাঁড়ান। মনে রাখবেন, মুসলমানদের প্রথম কেবলার মর্যাদা দ্বিতীয় কেবলার চেয়ে কোনো অংশে কম নয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর