আপনি পড়ছেন

ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর নির্যাতনের ইস্যুতে পাকিস্তানের বিখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল বলেছেন, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সম্প্রতি পাকিস্তনের গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

tariq jamil

মাওলানা তারিক জামিল বলেন, ফিলিস্তিনিরা যদিও আমাদের থেকে অনেক দূরে, কিন্তু ঈমানের কারণে তারা আমার ভাই। তাদের ওপর বর্বর নির্যাতনের দৃশ্য দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

রাসুল (সা.)-এর হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, হাদিসে বলা হয়েছে, ‘পৃথিবীর প্রতিটি মুমিন বান্দা একটি দেহের মতো। দেহের কোথাও যদি আঘাত লাগে, তাহলে পুরো দেহ ব্যথায় কাতর হয়।’ ফিলিস্তিনি ভাইদের যন্ত্রণায় আজ আমিও মুষড়ে যাচ্ছি।

তারিক জামিল বলেন, ইসরায়েলের সন্ত্রাসীদের যতই নিন্দা করি না কেন, তা কম হয়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ! আপনি ফিলিস্তিনকে বাঁচান, আমাদের ভাইদের বাঁচান, মসজিদে আকসাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করুন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর