আপনি পড়ছেন

দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক হাফেজ আহম উল্লাহ আর নেই। বুধবার রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। জানাজা শেষে আজ সকাল ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

ahmad ullah

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। শেষ দিকে তার দুটো কিডনিই নষ্ট হয়ে যায়। একপর্যায়ে দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেন।

হাফেজ আহমাদ উল্লাহ দৈনিক যুগান্তরের ইসলাম ও জীবন পাতার বিভাগীয় সম্পাদক ছিলেন। দীর্ঘ ২১ বছর নিষ্ঠার সঙ্গে তিনি এই দায়িত্ব পালন করেন। মাদরাসা পড়ুয়াদের বিশেষ করে কওমি মাদরাসার শিক্ষার্থীদের লেখালেখি ও সাংবাদিকতার দিকপাল ছিলেন তিনি।

হাফেজ আহমাদ উল্লাহ একাধারে কোরআন গবেষক, সুফি বিশ্লেষক, ছড়াকার এবং খ্যাতিমান গদ্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান। তার রচিত গ্রন্থের মধ্যে আলোকিত মানুষের খোঁজে, মুজিব বাংলাদেশ, আয় ছেলেরা আয় মেয়েরা, রাজাকারের কেচ্ছা ইত্যাদি উল্লেখযোগ্য।

১৯৫৮ সালের ১ নভেম্বর নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন তিনি।