আপনি পড়ছেন

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে সরকার। তবে সরকার বলছে, পূর্ণ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম।

rsf orgআরএসএফের লোগো

এ নিয়ে বিভক্ত সাংবাদিক সমাজ উভয় পক্ষে মতামত দিয়ে আসছে। এমন প্রেক্ষাপটে বিশ্ব মুক্ত গণমাধ্যমের সূচকে টানা দুই বছর এক ধাপ করে পেছালো বাংলাদেশ।

সম্প্রতি ২০২১ সালের সূচকটি প্রকাশ করেছে সাংবাদিকদের বৈশ্বিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। এতে ১৮০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৫২তম, পয়েন্ট এসেছে ৪৯ দশমিক ৭১।

২০১৯ সালে মুক্ত গণমাধ্যমের সূচকে ঢাকার অবস্থান ছিল ১৫০তম, গত বছর তা এক ধাপ পিছিয়ে ১৫১তে নামে। এ বছর তা আরো এক ধাপ পেছালো।

rsf 2021এবারের সূচক

এই সূচকের শীর্ষে থাকা ১০টি দেশের প্রথম ৫টি হলো যথাক্রমে- নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক ও কোস্টারিকা। আর দ্বিতীয় ৫টি হলো- নেদারল্যান্ডস, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ড।

বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর ২০০২ সাল থেকে সূচক তৈরি করে আসছে আরএসএফ। দেশগুলোতে গণমাধ্যমের স্বাধীনতা কোন পর্যায়েছে, তার ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়।