আপনি পড়ছেন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

satv channel nine logoস্যাটেলাইট বিল পরিশোধ না করায় এসএটিভি-চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ

অবশ্য বিএসসিএল জানিয়েছে, আজ শুক্রবার দুপুরের মধ্যেই এসএটিভির সম্প্রচার চালু হবে। তবে চ্যানেল নাইন পুনরায় চালু হতে পারে আগামী রোববার থেকে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

তিনি আজ শুক্রবার বলেন, বিদ্যুৎ বিল বাকি থাকলে যেমন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, স্যাটেলাইটের ক্ষেত্রেও এ রকম নিয়ম রয়েছে। এ দুটি টেলিভিশনের সম্প্রচার গতকাল বৃহস্পতিবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

bscl logoবিএসসিএল লোগো

তবে দুটি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এসএটিভির সম্প্রচার হয়তো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে চালু হয়ে যাবে। আর চ্যানেল নাইন চালু হতে পারে রোববার নাগাদ, বলেন বিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।