আপনি পড়ছেন

এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত  হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ। গতকাল রোববার রাতে সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। এদিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যা আগামী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

mozammel babu inam ahmedমোজাম্মেল বাবু ও ইনাম আহমেদ, ফাইল ছবি

এডিটরস গিল্ডের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক তোয়াব খান, জাগরণ সম্পাদক আবেদ খান, আজকের পত্রিকা সম্পাদক ড. গোলাম রহমান ও ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।

নতুন কমিটির প্রেসিডিয়াম সদস্য পদে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবীর, ডিবিসির প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, আমাদের অর্থনীতির প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, ডট ম্যাগাজিনের সম্পাদক মোস্তফা খালিদ পলাশ, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক স্বদেশ রায় ও বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

editors guildএডিটরস গিল্ডের লোগো

এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে রয়েছেন গাজী টিভির সৈয়দ ইশতিয়াক রেজা ও দেশ টিভির সুকান্ত গুপ্ত অলক, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের জুলফিকার রাসেল, কোষাধ্যক্ষ এশিয়ান এইজের শোয়েব চৌধুরী।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির এম শামসুর রহমান, এনার্জি অ্যান্ড পাওয়ারের মোল্লা এম আমজাদ হোসেন, এটিএন নিউজের মুন্নী সাহা, আমাদের নতুন সময়ের নাসিমা খান মন্টি, মাছরাঙা টেলিভিশনের রেজোয়ানুল হক রাজা, বাংলাদেশ পোস্টের শরিফ সাহাব উদ্দীন ও এটিএন বাংলার জ ই মামুন।