আপনি পড়ছেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মানসম্মত ওয়াইফাই ইন্টারনেট সংযোগ, হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন এবং হলের পুরাতন অংশে নিম্নমানের রাউটার পরিহার করে উচ্চ গতিসম্পন্ন রাউটার প্রতিস্থাপনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে হল ছাত্রলীগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

ku৫ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

মানসম্মত উচ্চগতির ইন্টারনেটের পাশাপাশি খাবারে ভর্তুকি প্রদান এবং পরিচ্ছন্ন কর্মী নিয়োগের দাবিও করছে শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিব বলেন, যতদ্রুত সম্ভব বঙ্গবন্ধু হলের বর্ধিত অংশে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা, খাবারের ভর্তুকি প্রদান, হলের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে। আমাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাব।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম-ইসলাম বলেন, হলের এই সমস্যাগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে আগেও আমার কথা হয়েছে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। এক্ষেত্রে প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে আমার কিছু করার নেই। কর্তৃপক্ষ যদি আমাকে চিঠি দেয় তাহলে আমি এই বিষয়গুলো সমাধানের চেষ্টা করব।