advertisement
আপনি পড়ছেন

মার্কোস আলোনসোর জন্য উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। তবে এখনও সফল হতে পারেনি। শোনা যাচ্ছিল, চেলসি কোনোভাবেই আলোনসোকে ছাড়তে রাজি নয়। যদিও বেশ কয়েকটি ইউরোপিয়ান প্রচারমাধ্যমের দাবি, স্প্যানিশ তারকার সাথে চুক্তির খুব কাছে অবস্থান করছে কাতালানরা। এবার এই ইস্যুতে মুখ খুলে সব জল্পনা কল্পনার ইতি টেনে দিলেন চেলসির হেড কোচ টমাস টুখেল।

alonso chelseaমার্কোস আলোনসো

কিছুদিন আগে চেলসির সাথে চুক্তি শেষ হওয়া আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এরপর সিজার আজপিলিকুয়েতার দিকে হাত বাড়ালেও কাজের কাজ হয়নি। আজপিলিকুয়েতাকে নিয়ে ব্যর্থ হলেও রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে নীল শিবিরকেই লক্ষ্য বানায় ব্লুগ্রানাররা। দলটির চোখ পড়ে আলোনসোর দিকে।

আলোনসো নিজেও বার্সেলোনায় যেতে আগ্রহী ছিলেন। কিন্তু চেলসির দ্বিমতের কারণে চুক্তির বিষয়টি সামনে এগোতে পারছিল না। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল এভারটনের বিপক্ষে চেলসির স্কোয়াড দেখে আশার আলো দেখে বার্সা। গুডিসন পার্ক সফরের জন্য দলে তারকা লেফট ব্যাক কাম উইং ব্যাককে রাখেননি টুখেল।

thomas tuchel 3টমাস টুখেল

চলমান মৌসুমে লিগে নিজেদের প্রথম ম্যাচে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্পট কিক থেকে একমাত্র গোলটি করেন ইতালিয়ান তারকা মিডফিল্ডার জর্জিনহো। বাকি সময় সে গোলটার শোধ দিতে পারেনি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।

স্কোয়াডে না থাকলেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অনুমিতভাবেই উঠে এসেছে আলোনসোর নাম। সাংবাদিকরা ৩১ বছর বয়সী ফুটবলারের বিষয়ে জানতে চান টুখেলের কাছে। জবাবে জার্মানির এই কোচ বলেন, ‘হ্যাঁ, আলোনসো বার্সেলোনায় চলে যেতে চায়। আমরা ওর ইচ্ছার সাথে একমত পোষণ করেছি। এজন্য তাকে এভারটনের বিপক্ষে মাঠে নামানোর কোনো মানে খুঁজে পাইনি।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর