advertisement
আপনি পড়ছেন

চলমান দলবদলে বার্সেলোনা ছাড়তে হবে, এমন কথা শুনতে হয়েছে মেম্ফিস ডিপেইকে। তাতে অবশ্য দ্বিমত করেননি ডাচ তারকা। তবে প্রথম সারির কোনো ক্লাব ছাড়া কাতালান শিবির ছাড়বেন না, সাফ জানিয়ে দিয়েছেন তিনি। নিজের সেই সিদ্ধান্তেই অটুট আছেন এখনও। অন্যদিকে স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন আর্জেন্টিাইন গোলকিপার সার্জিও রোমেরো। তথ্যগুলো জানিয়েছেন দলবদলের বাজারের সবচেয়ে পরিচিত মুখ ফাব্রিজিও রোমানো।

depay and romeroডিপেই ও রোমেরো

গ্রীষ্মকালীন দলবদলে চমকে দিয়েছে বার্সেলোনা। বিভিন্ন পজিশনে বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এদের মধ্যে আক্রমণভাগে একটু বেশিই নজর কেড়েছে কাতালান জায়ান্টরা। রবার্তো লেভানডফস্কি, রাফিনহাদের সাথে চুক্তি করেছে হুয়ান লাপোর্তার বোর্ড। একই পজিশনে আগে থেকেই ছিলেন পিয়েরে এমেরিক আউবামেয়াং, ফেররান তরেস, আনসু ফাতিরা। ফরাসি ফরোয়ার্ড উসমান ডেম্বেলের সাথেও চুক্তি নবায়ন করা হয়েছে।

সব মিলিয়ে আক্রমণভাগে খেলোয়াড়ের অভাব নেই বার্সেলোনার। এর নেতিবাচক প্রভাব পড়েছে ডিপেইয়ের ওপর। সাবেক লিও তারকাকে আগামী মৌসুমে পরিকল্পনায় রাখেননি স্পেনের শীর্ষ ক্লাবটির হেড কোচ জাভি হার্নান্দেজ। ডিপেইকে বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা।

আরও বেশ কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার মতো ফিটনেস আছে ডিপেইয়ের। তাই নিয়মিত শীর্ষ পর্যায়ে খেলতে পারবেন এমন কোনো ক্লাবে পাড়ি জমাতে চান ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। শুরুতে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু প্রিমিয়ার লিগের ক্লাবটির সাথে কাতালানদের আলোচনা আলোর মুখ দেখেনি। রোমানোর দাবি, বর্তমানে ডিপেইয়ের দলবদলের সাথে যুক্ত আছে ইতালিয়ান সিরিএ’র দল জুভেন্টাস।

এদিকে সাম্পদোরিয়া ছেড়ে ২০১৫ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান রোমেরো। ২০২১ সালে রেড ডেভিলসদের সাথে চুক্তি শেষ হওয়ার পর অবহেলিত হয়ে পড়েন ৩৫ বছর বয়সী গোলকিপার। তার ঠিকানা হয় ভেনেজিয়া। সিরিএ’র দ্বিতীয় সারির দলটির সাথে জুনেই চুক্তি শেষ হয়েছে রোমেরোর।

ফ্রি এজেন্ট হয়ে পড়ায় রোমেরোকে দলে ভেড়াতে ট্রান্সফার ফির দরকার হয়নি বোকা জুনিয়র্সের। ২০২৩ সালের জুন পর্যন্ত রোমেরোর সাথে স্বাক্ষর করেছে বোকা জুনিয়র্স। ২০০৬ সালে রেসিং ক্লাব দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন রোমেরো। 

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর