advertisement
আপনি পড়ছেন

এবারের মৌসুমটা করিম বেনজেমা ও লুকা মডরিচের জন্য ক্যারিয়ারের শেষের শুরুর উপলক্ষ্য হিসেবে ভাবা হচ্ছে। দুজনেরই বয়স হয়েছে ঢের। বেনজেমা ৩৫ ছুঁই ছুঁই। আর মডরিচের বয়স ৩৬। রিয়াল মাদ্রিদের সঙ্গেও তাদের চুক্তি আছে কেবল এই মৌসুমের। রিয়ালে এখনো তাদের বিকল্প তৈরি হয়নি বলে একাদশে দুজনই গুরুত্বপূর্ণ। মডরিচ মধ্যমাঠে এবং বেনজেমা আক্রমণে রিয়ালের ভরসার নাম হয়ে আছেন।

benzema and modricবয়স নিয়ে চিন্তিত নন করিম বেনজেমা ও লুকা মডরিচ

গত মৌসুমে ক্যারিয়ার সেরা পারফর্ম করতে দেখা গেছে বেনজেমাকে। বিস্ময়কর কিছু না ঘটলে এ বছরের ব্যালন ডি’অর উঠবে তার হাতেই। ফর্মের তুঙ্গে থাকা বেনজেমাকে নিয়ে এখন বড় দুশ্চিন্তা তার বয়স। যদিও এনিয়ে উদ্বিগ্ন নন তিনি, ‘আমরা হয়তো আরও তরুণ হচ্ছি না। তবু এটা বয়সের ব্যাপার নয়। আমার শরীর এখনো ভালোভাবে সায় দিচ্ছে এবং আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

বেনজেমা যোগ করেন, ‘আমি বয়স নিয়ে চিন্তিত নই। বরং দলের অধিনায়ক হিসেবে খেলতে পেরে আমি গর্বিত। আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দল বেশি গুরুত্বপূর্ণ।’ রিয়ালের আক্রমণেও যথেষ্ট গুরুত্ব আছে বেনজেমার। কিন্তু এতদিনে তার বিকল্প তৈরি হয়নি দলে। এ নিয়ে অবশ্য তার মাথাব্যথা নেই, ‘আমি জানি না, এখানে কোচ আছেন, প্রেসিডেন্ট আছেন। তারাই হয়তো আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবেন।’

benzema and modric 2022উয়েফা সুপার কাপের ফাইনালে বেনজেমা ও মডরিচের উদযাপন

মডরিচ অবশ্য বেনজেমার মতো অতটা অপরিহার্য নয়। মধ্যমাঠে তার বিকল্প কিছুটা হলেও আছে। বয়স নিয়ে তার ভাবনাটাও অনেকটা সতীর্থ বেনজেমার মতোই।

বুধবার রাতে মডরিচ বলেছেন, ‘আমি সবসময় কঠোর অনুশীলন করতে চাই এবং ফিট থাকতে চাই। বয়স কোনো ব্যাপার নয। আপনি মাঠে কী করতে পারছেন এটা গুরুত্বপূর্ণ। কোচ এটা ভালো জানেন। যখন আমি খেলি আরো ভালো খেলার চেষ্টা করি।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর