advertisement
আপনি পড়ছেন

আমদানি করা পণ্যের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সরকার সব সময় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার বিষয়টি সামনে নিয়ে আসে। কিছুদিন আগে ভোজ্যতেলের দাম বাড়ার ক্ষেত্রেও একই কারণ দেখানো হয়েছে। তবে বর্তমানে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে তা সমন্বয় করা হচ্ছে না। বাণিজ্যমন্ত্রী এর দায় চাপালেন ডলারের মূল্যবৃদ্ধির ওপর।

tipu munshi 2বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে। তবে দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় আমরা সেই সুফলটা পাচ্ছি না। তারপরও বিষয়টা খতিয়ে দেখতে ইতোমধ্যে ট্যারিফ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আমদানি করা পণ্য ছাড়াও দেশে সকল প্রকার পণ্যের দাম অনেক বেড়ে গেছে। এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, মূলত পরিবহন খরচকে অজুহাত হিসেবে সামনে এনে এই কাজটি করছেন ব্যবসায়ীরা। পরিবহন খরচ যদি কেজিতে ১ টাকা বেড়ে গিয়ে থাকে, তাহলে তারা বাড়িয়ে দিচ্ছেন ২ টাকা। এ নিয়ে তদারকি করা দরকার।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর