advertisement
আপনি পড়ছেন

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার প্রসঙ্গ নিয়ে আগেও কথা হয়েছিল। বলা হয়েছিল, ২০২৩ সাল থেকে এটি কার্যকর করা হবে। বর্তমানে বিদ্যুৎ সংকটের সময় আরও জোরালোভাবে বিষয়টি ভেবে দেখছে সরকার। আজ শুক্রবার (১২ আগস্ট) এমনই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

dipu moni education minister 5শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার পরিকল্পনা করেছিলাম আমরা। তবে বিদ্যুৎ সাশ্রয়ে সেই পরিকল্পনা এখন থেকেই বাস্তবায়ন করা যায় কি-না, তা ভাবা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, এমনিতেই একজন শিক্ষক বা শিক্ষার্থীর সাপ্তাহিক ছুটি দুদিন হওয়া প্রয়োজন। এতে শিক্ষার্থীরা যেমন মনোযোগ দিতে পারবে, তেমনি শিক্ষকরাও আরো ভালো প্রস্তুতি নিয়ে ক্লাসে আসতে পারবেন। তাছাড়া নতুন কারিকুলামেও সাপ্তাহিক ছুটি দুদিনের কথা বলা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর