সৌরজগতের বাইরে একটি গ্রহের বায়ুমণ্ডলে প্রথমাবারের মতো কার্বন ডাই-অক্সাইড শনাক্ত করেছে নাসার টেলিস্কোপ জেমস ওয়েব। গ্রহটির নাম ডব্লিউএএসপি-৩৯। মহাকাশ গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে ওই ভিনগ্রহটিতে প্রাণের খোঁজ মিলতেও পারে। খবর সিবিএস নিউজ।

carbon dioxide detected around alien world for first timeভিন গ্রহে মিলেছে কার্বন ডাই–অক্সাইড

একের পর এক চমক দেখাচ্ছে মহাকাশ টেলিস্কোপ জেমস ওয়েব। নাসা জানিয়েছে, পৃথিবী থেকে ৭০০ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটিতে কার্বন ডাই-অক্সাইডের সন্ধান দিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের সঙ্গে ত্যাগ করি আমরা।

ডব্লিউএএসপি-৩৯ নামের উত্তপ্ত গ্যাসীয় গ্রহটি ২০১১ সালে আবিষ্কৃত হয়। এটি আমাদের সৌরজগতের শনি গ্রহের সম-আকৃতির এবং গ্রহটির ভর বৃহত্তম গ্রহ বৃহস্পতির এক-চতুর্থাংশ। তবে গ্রহটির ব্যাস বৃহস্পতির চেয়ে ১.৩ গুণ বেশি। গ্রহটি একটি নক্ষত্রকে কেন্দ্র করে চারদিন পরপর একবার পরিক্রমণ করছে।

নাসা জানায়, গ্রহটির কক্ষপথের ফ্রিকোয়েন্সি ও বিশাল বায়ুমণ্ডলের কারণে জেমস ওয়েবের এনআইআরস্পেক নামের অত্যাধুনিক ইনফ্রারেড সেন্সরে ওই কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি ধরা পড়েছে।

নাসার বিবৃতিতে বলা হয়, গ্রহটি যখন নক্ষত্রের সামনে দিয়ে যায়, তখন তার পুরো আলো প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু নক্ষত্রের প্রান্ত বা আশপাশ দিয়ে যাওয়ার সময় সামান্য আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যেতে পারে। গ্রহটির বায়ুমণ্ডলের এই সামান্য পরিবর্তন শনাক্ত করতে সক্ষম হয়েছে জেমস ওয়েবের অতিসংবেদনশীল এনআইআরস্পেক। এ থেকেই গ্রহটির বায়ুমণ্ডলের গ্যাস বিশ্লেষণ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।

নাসা জানিয়েছে, গ্রহটি কীভাবে গঠিত হয়েছে, কার্বন ডাই-অক্সাইড আবিষ্কার হওয়ায় সেটি জানতে পারবেন বিজ্ঞানীরা।

জেমস ওয়েব টেলিস্কোপ প্রকল্পে কাজ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাতালি বাতালহা। জেমস ওয়েব টেলিস্কোপের প্রশংসা করে তিনি বলেন, আমার প্রথম অনুভূতি হচ্ছে, বাহ, পৃথিবীর মতো আকৃতির গ্রহগুলোর বায়ুমণ্ডল শনাক্তের সুযোগ আমাদের হাতের মুঠোয়।

এ যাবতকালের সর্ববৃহৎ টেলিস্কোপ হিসেবে আলোচিত জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি জেমস ওয়েবের তোলা বৃহস্পতি গ্রহের কিছু চোখধাঁধানো ছবি প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এর আগে টেলিস্কোপটি ১৩০০ কোটি বছর আগের মহাবিশ্বের ছবি তুলে ধরে বিশ্ববাসীর সামনে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.