শিক্ষামন্ত্রী: ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সঠিক নয়
- Details
- by শিক্ষা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিশেষকরে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই গুজব ছড়ানো হচ্ছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি এবং বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
আজ শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা মিলনায়তনে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে এসব মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ধর্মশিক্ষা বাদ সংক্রান্ত চরমোনাইয়ের পীরের একটি বক্তব্যের পর এ নিয়ে বেশ হইচই হচ্ছে। কিন্তু তার এই বক্তব্যের কোনো সত্যতা নেই।
দীপু মনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী একটি চক্র বরাবরই সক্রিয়। অপপ্রচার চালানোর কোনো ইস্যু না পেয়ে এরা এবার নতুন শিক্ষাক্রমের বিষয়টি সামনে এনেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ধর্মশিক্ষা আছে এবং থাকবে। ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ-এগুলো নতুন শিক্ষাক্রমের অবিচ্ছেদ্য অংশ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর