advertisement
আপনি পড়ছেন

আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে সকাল ১০টার পরিবর্তে এবার বেলা ১১টায় পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা হবে ২ ঘণ্টার। শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ সাড়ে ১০টায় পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

dr dipu moniশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, ২ ঘণ্টার পরীক্ষায় এমসিকিউর জন্য সময় ২০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট।

শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এড়াতে এবারের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তি স্মার্টফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন।