advertisement
আপনি পড়ছেন

সম্প্রতি ভারতের দিল্লিতে রেডমি ফোন বিস্ফোরিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে, এমন অভিযোগ পাওয়া গেছে। এর রেশ কাটতে না কাটতেই এ রকম আরও একটি অভিযোগ পাওয়া গেল। তবে এবার ভারতে নয় চীনে ঘটেছে এমন ঘটনা। খবর লাইন্টি ওয়ান মোবাইলস।

redmi note 11t proছবি - সংগীত

এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। ব্যবহারের সময় চীনের এক গ্রাহকের  হাতেই ফোনটির বিস্ফোরণ ঘটে। এর মডেল রেডমি নোট ১১টি প্রো।

টুইটারে ফোনটির বিস্ফোরণের ভিডিও প্রকাশ করে পীযূষ ভাস্কর নামে একজন বলেন, পুনরায় রেডমি ফোনের বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে ফোনটি পুরোপুরি ক্ষতি হলেও এতে ব্যবহারকারীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যদিও এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি। ঠিক কবে এই ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। শাওমির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যদিও ভারতীয় নারীর ফোন বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে শাওমি। বলছে, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। পুরো ঘটনাটি তদন্তসাপেক্ষ বিষয়।

এর আগে ২০১৯ সালে রেডমি ৯এ মোবাইল ফোন বিস্ফোরিত হয়েছিল। তবে সে যাত্রায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। এ তালিকায় দামিদামি অনেক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের নামই রয়েছে।