advertisement
আপনি পড়ছেন

স্মার্টফোনে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বাজারে আসা মাত্রই এটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির চার্জিং প্রযুক্তি। এর মাধ্যমে একটি ফোন শতভাগ চার্জ হতে সময় লাগবে মাত্র ৮ মিনিট। বর্তমান বাজারে সর্বোচ্চ ২০০ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, আইকিউওও নামে চীনা কনজ্যুমার ইলেকট্রনিক্স কোম্পানি এটি বাজারে নিয়ে এসেছে।

xiome fast charger২১০ ওয়াটের চার্জিং প্রযুক্তি আনছে শাওমি

ইতোমধ্যে ২১০ ওয়াটের বিদ্যুৎ পরিবহনে সক্ষম চার্জারকে সার্টিফিকেট দিয়েছে শাওমি। এখন শুধু বাজারে আসার অপেক্ষা। ৮ মিনিটে শতভাগ চার্জ হবে ৪ হাজার এমএএইচ ব্যাটারির ফোন। ব্যাটারির আকার বড় হলে, এই সময়সীমা পরিবর্তন হতে পারে।

ধারণা করা হচ্ছে, শাওমি ১৩ অথবা ১৩ আল্ট্রা ফোনের মতো আগামী দিনের বিগ বাজেটের ফোনে এ চার্জিং প্রযুক্তি সংযুক্ত হতে পারে। এর মাধ্যমে চার্জিং প্রযুক্তিতে রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে শাওমির।

২১০ ওয়াট চার্জিং প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রাহকরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ফোন চার্জের অভিজ্ঞতা পাবে। ফাস্ট-চার্জ প্রযুক্তির মাধ্যমে শাওমি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরও সহজ ও কার্যকর করতে চায়। যাতে ডিজিটাল লাইফস্টাইল উপভোগ আরও সহজতর হয়।