অত্যাধুনিক থ্রিডি স্ট্রাকচার্ড লাইট ফেসিয়াল রিকগনিশনসহ নতুন স্মার্ট ডোর লক বাজারে এনেছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এই লক ব্যবহারে পরিচিত মুখ ছাড়া দরজা খুলবে না। এটি গতবছর উন্মোচিত হওয়া শাওমি স্মার্ট ডোর লক এক্সের নতুন সংস্করণ।

xiaomi face recognition smart door lockথ্রিডি স্মার্টডোর লক

শাওমির ফেস রিকগনিশন স্মার্ট ডোর লকটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। এটি আনলক করার জন্য একটি চাবি, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট সুবিধা রয়েছে। স্মার্টফোনের সাথে যুক্ত করার জন্য অ্যাপ ব্যবহার করা যাবে ডিভাইসে।

ডোর লকটি ৪০ মিলিমিটার এবং ১২০ মিলিমিটার মাপের দরজাতে ব্যবহার করা যাবে। এতে ৬,২৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা রয়েছে, যা ৬ মাস পর্যন্ত ডিভাইসটিকে সচল রাখবে।

লকটি ১.৩ থেকে ২ মিটার পর্যন্ত ৫০ জন ব্যবহারকারীর ফেসিয়াল এলিমেন্ট রেকর্ড করতে পারবে। ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২,১৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার টাকা।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.