advertisement
আপনি পড়ছেন

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান আইটেল ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ফোন। কমদামি এই ফোনে রয়েছে ৬ জিবি র‌্যাম। ফোনটির মডেল আইটেল ভিশন ৩ টার্বো। ভারতের বাজারে চীনের তৈরি এ ফোনের মূ্ল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৬৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকা।

itel vision 3 turboআইটেল ভিশন ৩ টার্বো

আইটেল ভিশন ৩ টার্বো ফোনে ৩ জিবি র‌্যামের সাথে আরও থাকছে ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম। সবমিলিয়ে ৬ জিবি র‌্যামের পারফমেন্সে পাওয়া যাবে ফোনটিতে।

গুগলের অ্যান্ড্রয়েড ১১ চালিত ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ২.৫ডি ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক এসসি৯৮৩এ প্রসেসর।

ফোনটিতে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব।

আইটেলের নতুন ফোনে রয়েছে, ৮ মেগাপিক্সেল প্রাইমারি ভিজিএ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। কমদামি হলেও সিকিউরিটির জন্য এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৫,০০০ এমএএইচ ব্যাটারি এই ফোনে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।

একনজরে আইটেল ভিশন ৩ টার্বো এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ২.৫ডি ডিসপ্লে
প্রসেসর: ইউনিসক এসসি৯৮৩এ প্রসেসর
র‍্যাম: ৬ জিবি
স্টোরেজ: ৬৪ জিবি

ব্যাক ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
চার্জার: ১৮ ওয়াট ফাস্ট চার্জার

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর