২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজন করতে চায় মিশর
- Details
- by খেলাধুলা ডেস্ক
২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে মিশর। দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী এই তথ্য প্রকাশ করেছেন।
২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের আবেদন করবে মিশর
ক্রীড়ামন্ত্রী আশরাফ সোবহি কায়রোতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখের সংবর্ধনার সময় জানান, প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি আবেদনের জন্য সবুজ সংকেত দিয়েছেন।
এদিকে শনিবার (২৪ সেপ্টেম্বর) মিশরীয় মন্ত্রিপরিষদ থেকে একটি বিবৃতি জারি করা হয়। এতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখকে উদ্ধৃত করে বলা হয়েছে যে মিশরের ক্রীড়া অবকাঠামো অলিম্পিক গেমস আয়োজন করতে সক্ষম।
এই উদ্যোগ যদি সফল হয়৷ তবে মিশরই হবে প্রথম আরব বা আফ্রিকান দেশ যারা অলিম্পিক গেমসের মতো মর্যাদাবান একটি ইভেন্ট আয়োজনে সক্ষম হবে।
অবশ্য ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হওয়ার জন্য আবেদনের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। জার্মানি, মেক্সিকো, তুরস্ক, রাশিয়া, ভারত এবং কাতার এই ইভেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের পরবর্তী আসর ২০২৪ সালে প্যারিস, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস এবং ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
সূত্র: রয়টার্স
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর