আপনি পড়ছেন

২০২২ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ইহুদী ভলোদিমির জেলেনস্কি। ইহুদী নববর্ষ উপলক্ষে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট চলতি বছর সবচেয়ে প্রভাবশালী ৫০ ইহুদীর যে তালিকা তৈরি করেছে, তার শীর্ষে উঠে এসেছে ইউক্রেনের প্রেসিডেন্টের নাম। সংখ্যায় কম হলেও সারাবিশ্বে ইহুদী জনগোষ্ঠীর প্রভাবের কথা সুবিদিত। জেরুজালেম পোস্টের তালিকা থেকে বুঝা যায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রশাসনে ইসরায়েলের প্রভাব কেন এত বেশি।

president volodymyr zelenskiyচলতি বছর সবচেয়ে প্রভাবশালী ৫০ ইহুদীর তালিকায় শীর্ষে রয়েছেন জেলেনস্কি

তালিকার শীর্ষে থাকা ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। একটি কমেডি শোতে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে অভিনয় করা জেলেনস্কি বাস্তবে প্রেসিডেন্ট হবার পরও কেউ হয়তো তাকে চিনতেন না। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আক্রমণ তাকে বিশ্বজুড়ে পরিচিতি ও প্রভাবের দুয়ারে পৌঁছে দিয়েছে।

প্রভাবশালী ইহুদীর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। চতুর্থ স্থানে রয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম নাইডস। পঞ্চম স্থানে ইসরায়েলের কট্টরপন্থী বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

হলিউডে ইসরায়েল ও ইহুদীবাদী লবির শক্তির কথা সবার জানা। মার্কিন চলচ্চিত্র ও বিনোদন জগতে ইসরায়েলের পক্ষে কলকাঠি নাড়েন যারা, তাদের অন্যতম ডানা ওয়ালডেন। ডিজনি জেনারেল এন্টারটেইনমেন্টের চেয়ারপারসন ডানা রয়েছেন জেরুজালেম পোস্টের তালিকার ছয় নম্বরে। সাত নম্বরে আছেন ওয়ার্ল্ড জিউয়িশ কংগ্রেসের প্রেসিডেন্ট রোনাল্ড এস. লডার।

তালিকার আট নম্বরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। নয় নম্বরে আছেন জেরুজালের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রিভকা ফ্রিডম্যান-ফেল্ডম্যান, যিনি বেনজামিন নেতানিয়াহুকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছেন। তালিকার ১০ নম্বরে থাকা আডেনা হেফেটস যুক্তরাষ্ট্রের আবাসন কোম্পানি ডিভ্ভি হোমসের সিইও। ১১ নম্বরে আছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ ও তার স্ত্রী মিশাল হারজগ।

১২ নম্বরে আছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানতয, বিচারমন্ত্রী গিডিয়ন সার ও অর্থমন্ত্রী আভিগদর লিবারম্যান, যারা ইসরায়েলি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছেন। যৌথভাবে তালিকার ১৩ নম্বরে রয়েছেন মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়া ও শিন বেতের ডিরেক্টর রোনেন বার। ইসরায়েলের ভেতরে-বাইরে নানারকম গোয়েন্দা কার্যক্রম ও অভিযানের পরিকল্পনা করেন এ দুইজন।

তালিকার ১৪ নম্বরে থাকা কানাডীয়-ইসরায়েলি ব্যবসায়ী সিলভ্যান অ্যাডামস বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের স্বার্থ সংরক্ষণে আত্মনিয়োজিত দূত হিসেবে কাজ করছেন। ১৫ নম্বরে রয়েছেন মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর অ্যান নয়বার্গার, যুক্তরাষ্ট্রের সাইবার ও ইমার্জিং টেকনোলজি নিরাপত্তার পুরোভাগে রয়েছেন এ নারী। ১৬ নম্বরে থাকা মিরা রোজনিক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যিনি ব্যুরো অব মিলিটারি-পলিটিক্যাল অ্যাফেয়ার্সের প্রধান হিসেবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও প্রভাব রাখেন।

১৭ নম্বরে থাকা বেটসি বার্নস আমেরিকা-ইসরায়েল পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপ্যাক) প্রেসিডেন্ট। মার্কিন রাজনীতিতে ইসরায়েলের পক্ষে প্রকাশ্য তদবিরে নেতৃত্ব দেয় এ সংগঠন। ১৮ নম্বরে থাকা স্টিফেন শোয়ার্জম্যান মার্কিন পুঁজিবাজার ওয়াল স্ট্রিটের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। ১৯ নম্বরে আছেন নোবেলজয়ী চিকিৎসাবিজ্ঞানী প্রফেসর ডেভিড জে জুলিয়াস। ২০ নম্বরে আছেন ইহুদীবাদী রাজনীতির অন্যতম প্রবক্তা ও ওয়ার্ল্ড জায়োনিস্ট অর্গানাইজেশনের নেতা ইয়াকভ হাগোয়েল।

তালিকার ২১তম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক দূত আমোস হচস্টাইন। ২২ নম্বরে আছেন মস্কো সিনাগগের সাবেক প্রধান ধর্মযাজক পিনচাস গোল্ডশ্মিডট, যিনি পুতিন-বিরোধী ইহুদী ব্লকের নেতৃত্ব দিচ্ছেন। ২৩ নম্বরে আছেন সুইডিশ-ইসরায়েলি নভোচারী জেসিকা মেয়ার। তার পরে রয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী সংগঠক ও এমপি ইতমার বেন-গভির।

২৫ নম্বরে থাকা ডোরোন আলমগ সোখনুত এজেন্সির প্রধান হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসের জন্য সারাবিশ্বের ইহুদীদের অভিবাসন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। ২৬ নম্বরে রয়েছেন উত্তর আমেরিকায় ইহুদী ফেডারেশনের নেতা এরিক ফিঙ্গারহাট ও ইউক্রেনে ইহুদী ফেডারেশনের প্রধান জুলি প্লাট। ২৭ নম্বরে আছেন বোস্টনভিত্তিক রুডারম্যান ফ্যামিলি ফাউন্ডেশনের জে রুডারম্যান ও শিরা রুডারম্যান।

এছাড়া তালিকায় রয়েছেন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান, ইসরায়েলপন্থী অ্যান্টি ডিফেমেশন লীগের সিইও জোনাথন গ্রিনব্লাট, দাতব্য সংগঠন সেভ আ চাইল্ড’স হার্টের প্রেসিডেন্ট, কার্ডিয়াক সার্জন প্রফেসর আরি শাশনার, ওরাকল সিইও সাফরা কাটয, ডেইলি হারভেস্ট সিইও র‌্যাচেল ড্রোরি, ইসরায়েল ল সেন্টারের নিৎসানা দর্শন-লিটনার, মার্কিন রিপাবলিকান পার্টির জিউয়িশ কোয়লিশন নেতা ম্যাট ব্রুকস, ডেমোক্রেটিক পার্টির জিউয়িশ কোয়ালিশন নেতা হ্যালি সইফার ও পপ তারকা নোয়া কিরেল।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.