চলে গেলেন বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান
- Details
- by গণমাধ্যম
চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান। সর্বশেষ তিনি দৈনিক বাংলার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তোয়াব খান
শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক শরিফুজ্জামান।
তোয়াব খানের জন্ম সাতক্ষিরায়। মুক্তিযুদ্ধের সময় তিনি কাজ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, ওই সময় শব্দসৈনিকের ভূমিকা পালন করেন তিনি।
তোয়াব খান সংবাদিকতা শুরু করেন ১৯৫৩ সালে। সাপ্তাহিক জনতা তার প্রথম কর্মস্থল। এরপরে দৈনিক সংবাদ, দৈনিক পাকিস্তানে কাজ করেছেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর দৈনিক পাকিস্তান পত্রিকা হয়ে যায় দৈনিক বাংলা। ১৯৭২ সালে সেখানে তিনি সম্পাদক হিসেবে যোগ দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তোয়াব খান।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর