সাহিত্যে ২০২২ সালের নোবেল প্রাইজ পেলেন ফরাসি উপন্যাসিক অ্যানি এরনো। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সুইডিশ একাডেমি নোবেল বিজয়ী হিসেবে ফরাসি এই লেখকের নাম ঘোষণা করে।

annie ernotফরাসি উপন্যাসিক অ্যানি এরনো।

ব্যক্তিগত অভিজ্ঞতাকে সম্বল করে সাহসিকতা এবং তীক্ষ্ণতার সঙ্গে কোনো বিষয়ের মূলে পৌঁছাতে পারার জন্যই তাকে মর্যাদাবান এই পুরস্কারটি দিয়েছে নোবেল কমিটি।

৮২ বছর বয়সি এই লেখকের বেশিরভাগ লেখাই আত্মজীবনীমূলক। তিনি সাহিত্যের অধ্যাপক।

এরনো ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের উত্তরাঞ্চলে নর্মান্ডির উপকূলে শ্রমিক শ্রেণীর পিতামাতার ঘরে বেড়ে ওঠেছেন।    

১৯৭৪ সালে তিনি তার সাহিত্যিক ক্যারিয়ার শুরু করেছিলেন। তার লেখায় ফরাসি দৈনন্দিন জীবনের ছবি ফুটে উঠেছে। ফরাসি এই লেখকের বেশিরভাগ লেখাই ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। 

২০১৪ সালে প্যাট্রিক মোদিয়ানো নোবেল পাওয়ার পর এবারই প্রথম কোনো ফরাসি লেখক মর্যাদাবান এই পুরস্কারটি পেলেন। তিনি নোবেলজয়ী ১৬তম ফরাসি লেখক।

পুরস্কার হিসেবে অ্যানি এরনো পাবেন ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা (৯ লাখ ১৪ হাজার ৭০৪ ডলার)।

সূত্র: দ্য গার্ডিয়ান