দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটির মূল চ্যানেলের পাশাপাশি আরও তিনটি চ্যানেল হ্যাক করা হয়েছে।
সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাক
আজ রোববার বেলা পৌনে ২টার দিকে হ্যাকিংয়ের ঘটনা ঘটে। ইউটিউবে সময় টিভি লিখে সার্চ দেওয়া হলে ‘ইথিরাম ২.০’ নামে একটি চ্যানেল আসছে।
হ্যাকার গ্রুপে চ্যানেল দখলে নেওয়ার পরই কিছু ভিডিও মুছে দিয়েছে। মূল চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে হ্যাকার ক্রিপটোকারেন্সিতে সময় টিভি কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করে। প্রতি ক্রিপ্টোকারেন্সির জন্য ৩ হাজার ৩৫০ মার্কিন ডলার দাবি করেছে হ্যাকার।
এ বিষয়ে সময় টিভির ব্রডকাস্ট অপারেশন, প্রকৌশল এবং আইটি বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম বলেন, সময় টিভির পাঁচটি চ্যানেলের মধ্যে চারটি হ্যাক হয়েছে। উদ্ধারে কাজ করছি।
সময় টিভির মূল চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ১৭.২ মিলিয়ন।