দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল বন্ধ হয়ে যাচ্ছে। এই সেবার মাধ্যমে প্রকাশকদের সাথে বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করে আসছিল ফেসবুক। মূলত সহজে কনটেন্ট দেখার এ সুযোগ জনপ্রিয়তা না পাওয়ায় সেবাটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেটা। ২০১৫ সালে ইনস্ট্যান্ট আর্টিকেলের যাত্রা শুরু হয়। মোবাইল ডিভাইসে দ্রুত নিউজ আর্টিকেল প্রদর্শন করাই ছিল এ সেবার মূল লক্ষ্য।
বন্ধ হচ্ছে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিলে বন্ধ হয়ে যাবে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা। বলা হচ্ছে, ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিডে আসা সংবাদের লিংকে প্রবেশ করার আগ্রহ অনেকটাই কম। ক্লিকের হার মাত্র ৩ শতাংশ।
এ বিষয়ে মেটার মুখপাত্র ইরিন মিলার বলেন, এর ফলে যে সকল প্রকাশক ফেসবুকের ওপর নির্ভরশীল, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে আমরা লক্ষ্য করেছি, ব্যবহারকারীরা শর্ট ভিডিও দেখতে বেশি সময় ব্যয় করছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর