আইফোন ১৪: পাওয়া যাচ্ছে 'সিম নট সাপোর্টেড' মেসেজ
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ডিভাইস অ্যাক্টিভেশন ও ক্যামেরা ভাইব্রেশন সংক্রান্ত সমস্যার পর ফের সমস্যায় পড়েছেন সদ্য বাজারে আসা আইফোন ১৪ এর ব্যবহারকারীরা। ফোনের স্ক্রিনে ‘সিম কার্ড নট সাপোর্টেড’ লেখা পপ আপ মেসেজ আসছে।
আইফোন ১৪
বিষয়টি স্বীকার করে অ্যাপল বলছে, সমস্যা সমাধানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যা নয়। অপেক্ষা করুণ, দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।
ম্যাকরিউমারসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই সিম কার্ড নট সাপোর্টেড লেখা পপ আপ মেসেজ পাওয়া যাচ্ছে। মেসেজ আসার সাথে সাথেই ফোনটি হ্যাং হয়ে যায়।
এর আগে আইফোন ১৪ সিরিজে অ্যাক্টিভেশন ও ক্যামেরা ভাইব্রেশন সমস্যা দেখা দেয়। সে সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আইওএস ১৬ আপডেট করার কথা বলা হয়।
আইওএস ১৬.১ নিয়ে পরীক্ষা চালাচ্ছে অ্যাপল।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর