পুরোনো আইফোনে ব্যবহার করা যাবে না বিশ্বের জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসেও হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আইফোন ৫ ও আইফোন ৫সি এবং অ্যান্ড্রয়েড ৪.১ বা তার পুরোনো অপারেটিং সিস্টেমে চলা অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। ২৪ অক্টোবর থেকে তা কার্যকর হবে। হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী প্রায় ২০০ কোটি।
ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ
মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, আইফোন ৫ ও আইফোন ৫সি এবং অ্যান্ড্রয়েড ৪.১ এর পাশাপাশি আইওএস-১০ এবং আইওএস-১১-তে নতুন করে আর কোনো সেবা দেওয়া হবে না।
নতুন ফিচারের জন্য এমন পরিকল্পনা নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আগামীতে হোয়াটসঅ্যাপ এমন কিছু ফিচার আনতে যাচ্ছে যেগুলো এসব পুরোনো ডিভাইস এবং অপারেটিং সিস্টেমে চলবে না।
বিড়ম্বনা এড়াতে ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেম অথবা ডিভাইস আপগ্রেড করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ।