তুরস্কে জরিমানা গুনল মেটা
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
তুরস্কের প্রতিযোগিতা আইন ভঙ্গ করায় ফেসবুকের মূল কোম্পানি মেটাকে ১৮ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির প্রতিযোগিতা কমিশন। বুধবার মার্কিন এই টেক জায়ান্টকে বিশাল অর্থের জরিমানা করা হয়।
মেঠাকে ১৮ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানা
তুর্কি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মেটা তুরস্কে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন ভিডিও বিজ্ঞাপনে বেশ প্রভাবশালী অবস্থানে রয়েছে। কিন্ত প্রতিষ্ঠানটি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগৃহীত ডেটা একত্রিত করে প্রতিযোগীদের এগিয়ে যেতে বাঁধা দিয়েছে।
তুরস্কের প্রতিযোগিতা কমিশন বলছে, মেটাকে অবশ্যই বাজার প্রতিযোগিতা পুনঃস্থাপনের জন্য কাজ করতে হবে। পরবর্তী পাঁচ বছরের জন্য নেওয়া পদক্ষেপ বার্ষিক প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে।
মেটার ২০২১ আয়ের ওপর ভিত্তি করে এই পরিমাণ করা হয়েছে এবং ৬০ দিনের মধ্যে তা জমা দিতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তুরস্কে মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত সপ্তাহে দেশটিতে একটি আইন পাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ভুয়া তথ্য প্রকাশ করলে সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের তিন বছরের জেল হবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর