অ্যান্ড্রয়েড ফোনের চার্জারে চার্জ হবে আইফোন!
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
সব ফোনের জন্য একই ধরনের চার্জার বাধ্যতামূলক করে সম্প্রতি আইন পাস করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে ইইউভুক্ত দেশগুলোতে ফোন বিক্রি করতে হলে ফোন কোম্পানিগুলোকে একই ধরনের চার্জার তৈরি করতে হবে। এতে ফোন চার্জিংয়ে ব্যবহারকারীদের ভোগান্তি কমে আসবে।
অ্যান্ড্রয়েড ফোনের চার্জারে চার্জ হবে আইফোন
অন্যান্য কোম্পানি এ বিষয়ে অনেকটা এগিয়ে থাকলেও অ্যাপল বরাবরই বিষয়টি এড়িয়ে গেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের কঠোর বাধ্যবাধকতা আইফোনে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করবে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
এ বিষয়ে ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাতকারে অ্যাপলের বিপণন প্রধান গ্রেগ জসউইক বলেন, অবশ্যই এটি আমাদের মেনে চলতে হবে। আর কোনো উপায় নেই।
কবে নাগাদ আইফোনে ইউএসবি-সি দেখা যাবে এমন প্রশ্নে জবাবে জসউইক বলেন, ইউরোপীয় গ্রাহকদের জন্য সময় নির্ধারণ করেন ইউরোপীয়রাই।
২০২৪ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে সব ফোনের জন্য একই ধরনের চার্জার অর্থ্যৎ ইউএসবি-সি পোর্ট ব্যবহার করতে হবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর