ইলন মাস্কের অ্যাকশনে উল্লসিত ট্রাম্প
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এ খবরে বেশ উল্লসিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ায় উল্লসিত ডোনাল্ড ট্রাম্প
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, আমি খুবই খুশি হয়েছি, টুইটার এখন বিবেকবান মানুষের হাতে। এটি আর মৌলবাদী বামপন্থী পাগল ও উন্মাদদের দিয়ে নিয়ন্ত্রিত হবে না, যারা আমাদের দেশকে ঘৃণা করে।
২০২১ সালে মার্কিন নির্বাচনের পর সে দেশের ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল টুইটার।
ইলন মাস্কের মতোই টুইটার পছন্দ ডোনাল্ড ট্রাম্পের। এর মাধ্যমে প্রথাগত মিডিয়াকে বাইপাস করে ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ করতেন ট্রাম্প।
এদিকে টুইটার কিনে নেওয়ার পর প্রথম টুইট বার্তায় মাস্ক বলেন, পাখি এখন মুক্ত। আরেক বিবৃতিতে মাস্ক বলেন, টুইটারে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, যা খুশি বলা যাবে।
টুইটারের মালিকানা গ্রহণের পরপরই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়ালসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের চাকরিচ্যুত করেছেন মাস্ক।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর